চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম্যান্সের মাধ্যমে ট্রেবল শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জয়ের পর লা লিগায় এস্পানিওলের মাঠে দাপুটে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় কাতালান ক্লাবটি। এই অসাধারণ অর্জনের পর উৎসবে মেতে উঠেছে পুরো বার্সেলোনা শহর।
সমর্থকদের সঙ্গে এই সাফল্যের আনন্দ ভাগ করে নিতে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ আয়োজন করে এক বর্ণাঢ্য বিজয় প্যারেডের। ছাদখোলা বাসে করে লামিনে ইয়ামাল, রাফিনিয়া, পেদ্রি, ও অন্যান্য তারকারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তিনটি শিরোপা হাতে নিয়ে। কাতালান অঞ্চলের সেই সড়কগুলো পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। হাজারো বার্সা ভক্তের মুখে ছিল উচ্ছ্বাস, গলায় ছিল জয়ধ্বনি।
ছাদখোলা বাসে বিশেষভাবে তৈরি জার্সি পরে নেচে-গেয়ে উল্লাসে মেতে ওঠেন খেলোয়াড়রা। দলের কোচ হ্যান্সি ফ্লিক ও কোচিং স্টাফরাও এই আনন্দ আয়োজনে অংশ নেন। শুধু উদযাপন নয়, বার্সা ক্লাব সমর্থকদের প্রতি ভালোবাসা জানিয়ে প্রকাশ করে কৃতজ্ঞতা।
লা লিগার ২৮তম শিরোপা জেতার পর এবার বার্সার সামনে বড় অঙ্কের অর্থ পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে অর্থ পুরস্কারের অংক জানানো হয়নি, তবে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-এর বরাত দিয়ে জানা গেছে, লিগ চ্যাম্পিয়ন হিসেবে বার্সা ৬ থেকে ৯ কোটি ইউরো পর্যন্ত পেতে পারে।
২০২২-২৩ মৌসুমে জাভি হার্নান্দেজের অধীনে বার্সা লিগ জয়ের পর পেয়েছিল ৬ কোটি ১০ লাখ ইউরো। মূলত টেলিভিশন স্বত্ব, পারফর্ম্যান্স ভিত্তিক বোনাস ও ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জনের কারণেই এ অর্থ বরাদ্দ দেওয়া হয়।
চলতি মৌসুমে লা লিগায় ৩৬ ম্যাচে ২৭টি জয় ও ৪টি ড্র করে বার্সেলোনার সংগ্রহ দাঁড়িয়েছে ৮৫ পয়েন্টে। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
এ মৌসুমে এল ক্লাসিকোতে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ৪ বার হারিয়ে গড়েছে প্রায় শত বছরের রেকর্ড। পাশাপাশি, এস্পানিওলের বিপক্ষে টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকার নজিরও গড়েছে কাতালানরা।
চলতি মৌসুমে কিশোর ফুটবল সেনসেশন লামিনে ইয়ামাল বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৫৩টি ম্যাচ। যেখানে করেছেন ১৭টি গোল এবং করেছেন আরও ২৫টি অ্যাসিস্ট। তার অসাধারণ পারফর্ম্যান্সে ভর করেই একের পর এক সাফল্যের দেখা পেয়েছে বার্সা।
এখনো লা লিগায় দুটি ম্যাচ বাকি বার্সেলোনার। এই দুটি ম্যাচ শেষ করেই দীর্ঘ বিরতিতে যাবে কাতালান ক্লাবটি। তবে এর আগেই ইতিহাস গড়ার সাক্ষী হয়ে উঠেছে চলতি মৌসুম, যেখানে একত্রে তিনটি শিরোপা ঘরে তুলে ‘ট্রেবল’ জয় করেছে বার্সেলোনা।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর