মাকে হত্যার পর নাশতা খেয়ে ঘুমিয়ে পড়েছিল ছেলে!

যশোর শহরের মণিহার এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাদকের টাকা না পেয়ে শেখ শামস (২৪) নামের এক যুবক নিজের মা সুলতানা খালেদা খানম সিদ্দিকাকে (৬৪) বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। শুক্রবার রাতে এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়, আর পরদিন শনিবার বিকেলে নিজ বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে বাসার ভাড়াটিয়ারা পানি না পেয়ে অপেক্ষা করছিলেন। অনেক ডাকাডাকি করেও বাসা থেকে কোনো সাড়া না পাওয়ায়, অবশেষে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন তারা।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরের মেঝেতে সুলতানা খালেদা খানম সিদ্দিকার নিথর দেহ পড়ে থাকতে দেখে। আশ্চর্যের বিষয় হলো, ঘাতক ছেলে শেখ শামস তখনো ঘরের ভেতরেই ছিল। হত্যাকাণ্ড ঘটানোর পর সে স্বাভাবিকভাবে নাশতা খেয়ে ঘুমিয়ে পড়েছিল।

নিহতের ভাগ্নে এস এম মাহমুদুল কবীর জানিয়েছেন, সুলতানা খালেদা খানম নিঃসন্তান ছিলেন। মাত্র তিন মাস বয়সে শেখ শামসকে বাড়িতে এনে সন্তানস্নেহে বড় করে তোলেন তিনি। কিন্তু বড় হওয়ার পর শামস মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা না পেলে প্রায়ই মা’র ওপর শারীরিক নির্যাতন চালাতো সে। তবে নিহত সুলতানা এসব বিষয় কাউকে জানাতে দেননি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, মাকে হত্যার পর সকালে ঘরে নাশতা করে ঘুমিয়ে পড়ে শেখ শামস। সে সময় তার ব্যাগ গোছানো অবস্থায় ছিল, যা দেখে পুলিশের প্রাথমিক ধারণা, হত্যার পর পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ শামস তার মাকে হত্যা করার বিষয়টি স্বীকার করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ঘটনা শুধুমাত্র একটি পারিবারিক ট্র্যাজেডি নয়, বরং এটি আমাদের সমাজে মাদকাসক্তি কী ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে, তার একটি নগ্ন দৃষ্টান্ত। একজন মা যিনি নিঃসন্তান অবস্থায় সন্তান গ্রহণ করে নিজের জীবনের সবটুকু দিয়ে বড় করেন, সেই মা-ই এক সময় তার সন্তানের হাতেই নির্মমভাবে খুন হন।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

Leave a Reply