নতুন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’ আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সচিবালয়ে কর্মরত ৪৪ জন আমলা এবং প্রশাসনের প্রায় ৫০ জন কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে, যাদেরকে তারা আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করেছে।
সংবাদ সম্মেলনের শিরোনাম ছিল, ‘সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ’। এতে জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ লিখিত বক্তব্য পাঠ করেন এবং আওয়ামী পুনর্বাসন প্রতিরোধে আট দফা দাবি তুলে ধরেন।
সংগঠনটি দাবি করেছে, সচিবালয়ে কর্মরত যেসব আমলারা গত সাড়ে ১৫ বছরে সরকারকে সহযোগিতা করেছে, তারা এখনো গুরুত্বপূর্ণ পদে থেকে প্রশাসনকে প্রভাবিত করছে। এই ৪৪ জন আমলাকে চলতি মাসের মধ্যে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে জুলাই ঐক্য।
সংবাদ সম্মেলনে শহীদ মুহতাসির রহমান আলিফের পিতা মোহাম্মদ গাজীউর রহমান তালিকাভুক্ত আমলাদের নাম পড়ে শোনান। তিনি বলেন, এই ব্যক্তিরা শুধু প্রশাসনে নয়, বরং ফ্যাসিবাদী শক্তির অংশ হিসেবে কাজ করেছেন।
জুলাই ঐক্য জানিয়েছে, প্রশাসনের পরে তারা কালচারাল ফ্যাসিস্ট, শিক্ষাঙ্গন, চিকিৎসা, আইন এবং গণমাধ্যমে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকাও প্রকাশ করবে।
জুলাই ঐক্যের আট দফা দাবি
সংবাদ সম্মেলনে সংগঠনটি সরকারের কাছে নিচের আটটি দাবি উত্থাপন করে:
১। বাধ্যতামূলক অবসর:
তালিকায় উল্লেখিত আওয়ামী লীগের দোসর সকল আমলাকে আগামী ৩১ মে’র মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে।
২। তদন্ত কমিটি গঠন:
তিন কর্মদিবসের মধ্যে একটি স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করতে হবে এবং তার কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে হবে।
৩। (চলতি ধারাবাহিকতা বজায় রেখে চতুর্থ দাবি সরাসরি)
দেশের তথ্য পাচারকারী ও গুলি চালানোর নির্দেশদাতাসহ সংশ্লিষ্ট আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করতে হবে।
৪। বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা:
স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫। শ্বেতপত্র প্রকাশ:
আগামী ৩৬ জুলাই (৫ আগস্ট)-এর মধ্যে চিহ্নিত দোসরদের একটি শ্বেতপত্র প্রকাশ করে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
৬। আইন সংশোধন:
আইনের ১৩২ ধারা বাতিল বা সংশোধনের মাধ্যমে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলার সুযোগ দিতে হবে।
৭। সেনানিবাসে আশ্রিতদের তালিকা:
আগামী ৩১ মে’র মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করতে হবে এবং তারা কার সহায়তায় দেশ ছেড়েছে তা জানাতে হবে।
জুলাই ঐক্য দাবি করছে, তারা আওয়ামী পুনর্বাসনের বিরুদ্ধে একটি সর্বাত্মক সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সংগঠনটি আগামী দিনগুলোতে আরও কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর