পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, এই সময়সীমার বাইরে একদিনও যাওয়ার সুযোগ নেই।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে বারবার বলার কিছু নেই, কারণ আমাদের তিনটি বড় দায়িত্ব- সংস্কার, বিচার ও নির্বাচন। শুধু নির্বাচন নয়, এসব দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যেই আমরা কাজ করছি।”
উপদেষ্টা আরও জানান, “সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এতে সকল রাজনৈতিক দল অংশ নিচ্ছে।”
বিচার সংক্রান্ত কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “বিচারের জন্য ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। আগে একটি ট্রাইব্যুনাল ছিল, এখন দুইটি হয়েছে। আগামীকাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিকতা শুরু হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমরা পারফর্ম করতে পারছি কিনা, সেটিই আমাদের বিবেচনা ও বিবেকের চাপ। কোনো রাজনৈতিক চাপ নয়।”
তিনি আরও বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দাবি নিয়ে অনেকেই রাস্তা আটকে দিচ্ছে, এতে ঢাকা শহর অচল হয়ে পড়ছে। অথচ এসব সমস্যার সমাধান আলোচনা করেই করা সম্ভব। আমরা ক্ষমতা নিতে আসিনি, জাতীয় দায়িত্ব পালন করতে এসেছি। সকলের সহযোগিতাই আমাদের এই দায়িত্ব পালনের প্রধান শক্তি।”
উপদেষ্টা বলেন, “আমরা চিন্তা করছি, আমরা আদৌ দায়িত্ব পালন করতে পারছি কিনা। যদি পারি তাহলে দায়িত্বে থাকাটাই প্রাসঙ্গিক। আর যদি না পারি, তাহলে আমাদের ব্যক্তিগত কাজে ফিরে যাওয়া উচিত। কারণ দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্বে থাকা অনর্থক।”
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মাঝে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার এই ঘোষণাকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সময়সীমা নির্ধারণ করে দেওয়ায় নির্বাচন ঘিরে জনগণের মধ্যে কিছুটা হলেও স্পষ্টতা এসেছে।
তথ্যসূত্র: দৈনিক সমকাল
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর